নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লায় আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস পালন করা হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) সারাদেশের ন্যায় কুমিল্লা জেনারেল হাসপাতালে দিবসটি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল,
“স্বাস্থ্যব্যবস্থায় প্রয়োজন, শক্তিশালী পূনর্বাসন।”
দিবসটি উদযাপন উপলক্ষে কুমিল্লা জেনারেল হাসপাতালে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন, কুমিল্লা জেলা সিভিল সার্জন ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাছিমা আকতার, জেনারেল হাসপাতালের আর.এম.ও ডা. আব্দুল করিম খন্দকার, জেনারেল হাসপাতালের সকল বিভাগের চিকিৎসকবৃন্দ, নার্স ও অন্যান্য স্টাফগণ।
বিশেষজ্ঞ চিকিৎসকগণের মতে, বাংলাদেশ প্রতি চারজন প্রাপ্তবয়স্ক লোকের মধ্যে দুইজন মাস্কুলোস্কেলিটাল ও স্নায়ুরোগে ভুগে থাকে। সঠিক ঔষধের প্রয়োগ, ব্যায়াম ও ফিজিওথেরাপি এই তিনটি সম্মিলিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এসব রোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য লাভ করা সম্ভব। এরই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে কুমিল্লা জেনারেল হাসপাতালে ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিবছরের ন্যায় এবারও বর্ণাঢ্য আয়োজনে “আন্তর্জাতিক ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস” উদযাপন করছে।
আপনার মতামত লিখুন :