মো. আবু সাঈদ,
কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়। সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে দিন ব্যাপী ওই ক্যাম্পে চার শতাধিক রোগী চিকিৎসা গ্রহণ করেছে। এসময় রোগীদের বিনামূল্যে ঔষধ এবং রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।
চান্দিনা উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা মাদরাসা সংলগ্ন মাঠে ওই মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির আহবায়ক আতিকুল আলম শাওন।
এতে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল ১০ টা থেকে দিন ব্যাপী রোগী দেখেন। চিকিৎসকরা হলেন- ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. মো. নাদিল বিন আলম, ডা. কাজী নিশাত তাসমিন, ডা. মো. শাহাদাত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে চান্দিনা উপজেলা যুবদল আহবায়ক মাওলানা আবুল খায়ের এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী আরশাদ, কুমিল্লা উত্তর জেলা যুবদল দফতর সম্পাদক কে এম জামাল, উপজেলা যুবদল সদস্য সচিব শাহজাহান মুন্সি, উপজেলা যুবদল যুগ্ম-আহবায়ক ইসমাইল, মেহেদী মাসুদ, আবু হানিফ, উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম-আহবায়ক এরশাদুল হক, বাতাঘাসী ইউনিয়ন যুবদল সভাপতি মিজান, কেরনখাল ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক ডা.আবদুল কাদের, বাড়েরা ইউনিয়ন যুবদল সভাপতি আনোয়ার হোসেন ইমন, মাধাইয়া ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি খলিল, বরকইট ইউনিয়ন সভাপতি সেলিম রেজা, মহিচাইল ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আনিছুর রহমান টিপু, শুহিলপুর ইউনিয়ন যুবদল সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন, উপজেলা কৃষকদল আহবায়ক মো. মফিজুল ইসলাম , সাধারন সম্পাদক ডা.জসিম, মাধাইয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি খোকন, পৌর ছাত্রদল আহবায়ক মাহবুবুল আলম দোলন, উপজেলা মহিলা সভানেত্রী জেসমিন আক্তার প্রমুখ।
আপনার মতামত লিখুন :