নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী সদর দক্ষিন সাংগঠনিক থানার উদ্যােগে ইউনিট সভাপতি সেক্রেটারীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধায় ৭টার দিকে নগরী এক মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমীর মু.মোছলেহ উদ্দিন।
সদর দক্ষিন সাংগঠনিক থানা আমীর মোহাম্মদ হোসাইন এর সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান খান এর পরিচালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন,থানা অফিস সেক্রেটারী কবির আহম্মেদ পাটোয়ারী,অর্থ সম্পাদক শাহাদাত ইবনে সালেহ,থানা কর্মপরিষদ সদস্য সাইফুল হক চৌধুরী,প্রশিক্ষন সম্পাদক ফখরুল ইসলাম,জামায়াত নেতা আবুল কালাম,আব্দুল কাদের খন্দকার সোহাগ প্রমুখ।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য কাজী দ্বীন মোহাম্মদ বলেন,ন্যায় বিচার, আইনের শাসন এবং মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী যে সংগ্রাম চালিয়ে আসছে তা চূড়ান্তরূপ নেওয়া পর্যন্ত সকল স্তরের নেতাকর্মীদের কার্যকর ভূমিকা রাখতে হবে। জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ইসলাম বিরোধী মহল এখনো অপপ্রচার চালাচ্ছে। জামায়াতে ইসলামী অতীতের ন্যায় দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়ে সকল অপপ্রচার রুখে দিতে প্রস্তুত রয়েছে। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
আপনার মতামত লিখুন :