শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


admin প্রকাশের সময় : এপ্রিল ৩০, ২০২৪, ৭:০৩ পূর্বাহ্ন /
শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

কুবি প্রতিনিধি:

গত ২৮ এপ্রিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকদের উপর হামলর প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষার্থীরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে শিক্ষকের গায়ে হাত কেন; প্রশাসন তুমি নীরব কেন?, ছাত্রসমাজ জেগে উঠো শিক্ষক কেন নির্যাতিত, ভিসি ও ট্রেজারারের পদত্যাগ চাই, সন্ত্রাসী, অছাত্র ও বহিরাগত মুক্ত ক্যাম্পায়া চাই, কুবিচাপ নিপাত যাক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা চাই, আদু ভাইরা ভার্সিটি কি ছাড়বেন না, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাওসহ নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার ব্যবহার করেন।

মানববন্ধনরত শিক্ষার্থীদের মধ্য থেকে অর্থনীতি বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলেন, শিক্ষকদের উপর হামলা অবশ্যই একটা ন্যাক্কারজনক ঘটনা। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাঁদের উপর হামলা মানে পুরো জাতির উপর হামলা, পুরো বিশ্বের শিক্ষকদের উপর হামলা। আমাদের শিক্ষকদের উপর হামলা হয়েছে বলেই আমরা এখানে অবস্থান করেছি। আমরা এ ধরনের সমস্যার অতিদ্রুত সমাধান চায় এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ চায়।

সাদিয়া আফরিন মোহনা বলেন, আমরা রাজনৈতিক ইন্ধনে আসিনি। আমরা আমাদের শিক্ষকের উপর হামলার প্রতিবাদে এখানে দাড়িয়েছি এবং আমরা আমাদের শিক্ষকদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায়।

অর্থনীতি বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী নাঈমুর রহমান বলেন, শিক্ষকরা জীবন গড়ার কারিগর। তাঁদের উপর হামলা অবশ্যই ন্যাক্কারজনক। উপাচার্য যদি এই ঘটনার বিচার করতে না পারে তাহলে তাঁকে শিক্ষকরা যেভাবে অবাঞ্চিত ঘোষণা করেছে তেমনি সাধারণ শিক্ষার্থীরাও অবাঞ্চিত ঘোষণা করবে।

এর আগে গত ২৮ এপ্রিল উপাচার্য, ট্রেজারার ও ভারপ্রাপ্ত প্রক্টরের নেতৃত্বে শিক্ষকদের উপর হামলা চালায় অছাত্র, বহিরাগত ও হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামীরা।