লালমাই প্রতিনিধি:
কুমিল্লা লালমাইয়ে আওয়ামীগ-বিএনপি বর্ধিত সভায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপির দুই নেতাকর্মী গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছে ।
শনিবার(২৬ আগস্ট) বিকালে লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা ও আওয়ামীলীগের শান্তি মিছিল ঘিরে হামলার এ ঘটনা ঘটে।
স্থায়ীয় বিএনপি নেতাকর্মীরা জানান,লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের পূর্ব ঘোষিত বিএপির প্রতিনিধি সভায় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা গুলি বর্ষন করেন।এসময় স্বেচ্ছাসেবকদল নেতা উত্তড্ডা গ্রামের মনির হোসেনের মাথায় ও যুবদল নেতা উন্দানিয়া গ্রামের ফিরোজের পায়ে গুলি লাগে।
আংশঙ্খা জনক অবস্থায় দু’জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পরে সভাস্থল ভাংচুর ও পরবর্তীতে বাড়ি ঘরেও হামলা চালিয়ে লুটপাট করেন আওয়ামীলীগের নেতাকর্মী।
এদিকে অভিযোগের বিষয় লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতিন মোল্লা বলেন,আমরা বিকেলে শান্তি মিছিল করেছিলাম, বিএনপির নেতাকর্মীরা হঠাৎ আমাদের মিছিলের উপর হঠাৎ গুলি বর্ষণ করেন,এতে আমাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়। এ বিষয় আমরা মামলা করবো।
তবে ওসি মোহাম্মদ হানিফ বলেন,আমরা বিষয়টি শুনছি,তবে একই এলাকায় আওয়ামীলীগ- বিএনপি সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনাস্থে পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করে। পরিবেশ এখন পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে।
আপনার মতামত লিখুন :