কুমিল্লার মুরাদনগরে উপজেলা বিএনপির আহবায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা: গ্রেফতার-৬


admin প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ১২:৫২ অপরাহ্ন /
কুমিল্লার মুরাদনগরে উপজেলা বিএনপির আহবায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা: গ্রেফতার-৬

নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার মুরাদনগর থানায় হামলা এবং ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের উপর হামলার অভিযোগে উপজেলা বিএনপির আহবায়কসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিএনপির ৬ কর্মীকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। এতে অজ্ঞাতনামা আরো ৭০/৮০জনকে আসামি করা হয়েছে। 

গ্রেফতারকৃতরা হলেন, বিএনপি কর্মী আবুল কালাম (৪৮), মোহাম্মদ হোসেন (২২), মোঃ ওহাব আলী (৫৫), আবুল হাসান জুয়েল (৪২), মোঃ মুহসিন সরকার (৩৮), মোঃ জসিম উদ্দিন(৫৮)।

পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় সিএনজির করনিক আবুল কালাম আজাদের সঙ্গে ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের বাকবিতন্ডা হয়। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি এবং মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওবায়দুল হক থানায় অভিযোগ করলে পুলিশ আবুল কালাম আজাদকে গ্রেফতার করে। 

থানার ওসি জাহিদুর রহমান বলেন, আবুল কালাম আজাদকে গ্রেফতারের খবর পেয়ে বিএনপির ৭০-৮০জন নেতাকর্মী তাকে ছাড়িয়ে নিতে আসে। এক পর্যায়ে লাঠি সোটা হকিস্টিক নিয়ে তারা থানার গেইটে হামলা চালায়।

তিনি বলেন, ছাত্র সমন্বয়ক ওবায়দুল হকের উপর হামলার ঘটনায় একটি এবং থানায় আক্রমণের ঘটনায় আরেকটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। একটি মামলার বাদী ফয়সাল এবং অপর মামলার বাদী থানার এসআই আলী আক্কাস। 

এবিষয়ে বক্তব্য নেওয়ার জন্য উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন এবং যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিনকে ফোন করা হলেও তারা দুজনই ফোন কেটে দেন।

মুরাদনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ছাত্র সমন্বয়ক ওবায়দুল হক এর উপর হামলার ঘটনায় আবুল কালাম আজাদ নামে একজনকে গ্রেফতার করা হয়। তাকে ছাড়িয়ে নিতে বিএনপি নেতাকর্মীরা থানায় লাঠি সোটা হকিস্টিক নিয়ে আক্রমণ চালায়। তারা থানার কলাপসিবল গেইট ভেঙ্গে ফেলার চেষ্টা করে। 

এ ঘটনায় আমাদের পুলিশ বাদী হয়ে একটি এবং ভিকটিমের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় এজহার নামীয় ৩২ জন এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।