কুমিল্লার তারিকুল এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৫, ৭:০৩ অপরাহ্ন /
কুমিল্লার তারিকুল এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব উইং) হলেন এডভোকেট তারিকুল ইসলাম।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক তারিকুল কুমিল্লার মুরাদনগরের কৃতি সন্তান। 

জুলাই গনঅভ্যুত্থানে সামনে থেকে স্লোগান মাস্টার হিসেবে মূখ্য ভূমিকায় ছিলেন তারিকুল। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র তারিকুল

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার সংগঠন গোছাতে বেশ কিছুদিন ধরেই বেশ তৎপর ছিলেন। গেল বৃহস্পতিবার রাতে কুমিল্লার মুরাদনগরের আকবপুরে এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের উপস্থিতিতে একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। এ সময় নিজ এলাকা মুরাদনগরের উন্নয়নে আসিফ মাহমুদকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। 

শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্রদের রাজনৈতিক আত্মপ্রকাশে অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন তারিকুল। 

এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম দায়িত্ব পাওয়ার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। –

“গত ৮ বছরের ছাত্র রাজনীতি শেষ করে জাতীয় রাজনীতিতে প্রবেশ করলাম।  গত ৮ বছরের ছাত্ররাজনীতিতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ২ বার জেল খেটেছি, অসংখ্য মামলা- হামলার শিকার হয়েছি। সংগঠন করতে শিখেছি, ব্যবস্থাপনা শিখেছি, কঠিন সময়ে শক্ত মনোবল নিয়ে লড়াই চালিয়ে যাওয়া শিখেছি, দায়িত্বকে দায়িত্ব মনে করে, দায়িত্ব পালন করতে করতে দায়িত্বশীল হওয়া শিখেছি। শেখার জন্যই রাজনীতি করেছি এবং সামনেও করবো ইনশাআল্লাহ। তরুণ হিসেবে এই ছাত্র রাজনীতির অভিজ্ঞতাকে যেন জাতীয় রাজনীতিতে কাজে লাগাতে পারি, জাতীয় রাজনীতি করতে যে ধৈর্য, প্রজ্ঞা,  সহিষ্ণুতা, সাংগঠনিক বুঝাপড়া প্রয়োজন সেগুলো যেন আরো অর্জন করে একজন দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক রাজনীতিবিদ হতে পারি সেজন্য সবার কাছে দোয়া প্রার্থী।”