রসুলপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ


admin প্রকাশের সময় : নভেম্বর ৭, ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন /
রসুলপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা পেল শিক্ষা উপকরণ

নিজস্ব প্রতিবেদক,

বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা পেল বই খাতা কলম স্কুল ব্যাগ ও জ্যামিতি বক্স। বুধবার দুপুরে সদর উপজেলার রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করে সামাজিক সংগঠন বারোপাড়া সমাজ কল্যাণ পরিষদ। সংগঠনটি শিক্ষার্থীদের মাঝে ১ হাজার কলম, ৬শত খাতা, ২০টি ব্যাগ, ৩০ টি জ্যামিতি বক্সসহ শিক্ষা সামগ্রী বিতরণ করে। 

রসুলপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ 

মহিউদ্দিন লিটন, সাপ্তাহিক গোমেতি সংবাদের প্রকাশক

মোবারক হোসেন, ফেনী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সুমাইয়া বিনতে হোসাইনী, এখন টেলিভিশন কুমিল্লা ব্যাুরো চিফ খালেদ সাইফুল্লাহ। মো. ইফতেখার আলম ইরফানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 

বারপাড়া সমাজ কল্যান পরিষদের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ইকবাল বাশার প্রনয়।

এসময় উপস্থিত ছিলেন বারপাড়া সমাজকল্যান পরিষদের ইব্রাহিম হাসান নিশাত, আজিজুল ইসলাম সানি, আবদুল হাকিম রাব্বি, হাসিবুল হাসিম সিয়াম,  মোজাম্মেল হোসেন সিয়াম, রাইহাস ইসলাম সিয়াম।