স্টাফ রিপোর্টার:
কুমিল্লার শশীদল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকালে এক মানব পাচারকারীসহ ৪জনকে আটক করেছে বিজিবি। বিজিবি জানায়, শনিবার দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা নয়নপুর থেকে মানব চোরাকারবারী আপন মিয়াসহ তার সহায়তায় ০৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের প্রাক্কালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কতৃক আটক করা হয়।
আটককৃতরা হলেন মানব পাচারকারীর সদস্য মোঃ আপন মিয়া, হবিগঞ্জের মোঃ বজলুল আমিন, মোঃ মামুন মিয়া ও মৌলভীবাজারের মোঃ তারিকুল ইসলাম।
সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন,
শশীদল এলাকার মানব পাচারকারীর সদস্য মোঃ আপন মিয়া এর সহায়তায় উল্লিখিত ০৩ জন বাংলাদেশী নাগরিক অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল। উক্ত ব্যক্তিদের নিকট হতে তাদের ব্যবহৃত ০৪টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তরের কার্ক্রম প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি।
আপনার মতামত লিখুন :