বন্যার্তদের সহায়তায় প্রস্তুত কুবি শিক্ষক সমিতি


admin প্রকাশের সময় : অগাস্ট ২৫, ২০২৪, ৫:২৪ অপরাহ্ন /
বন্যার্তদের সহায়তায় প্রস্তুত কুবি শিক্ষক সমিতি

কুবি প্রতিনিধি:

দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাসমূহে সংঘটিত আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে প্রস্তুত কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রবিবার (১৫ আগস্ট) শিক্ষক লাউঞ্জে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করে শিক্ষকরা। এর আগে গত ২২ আগস্ট শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের সভায় বন্যার্ত মানুষদের আর্থিক সহায়তা প্রদানের জন্য শিক্ষকদের অনুরোধ করা হয়।

ত্রানসামগ্রীর মধ্যে রয়েছে, মুড়ি, চিড়া, খাবার স্যালাইন ও বিস্কুট। ৩৫০ টি পরিবারকে প্রদান করা হবে এই ত্রান সামগ্রী।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আবু তাহের বলেন, শিক্ষক সমিতি সব সময় দেশ ও জাতির কল্যাণের পক্ষে। আমরা আগামীকাল বুড়িচংয়ের বন্যায় প্লাবিত এলাকার ৩৫০ টি পরিবারকে সহায়তা করবো। আমরা বুড়িচংয়ের দূর্গম এলাকায় ত্রান পৌছানোর চেষ্টা করবো। শিক্ষকদের আর্থিক সহায়তার ফলেই আমরা এটা করতে পারছি। যারা আর্থিকভাবে সহায়তা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।