নিজস্ব প্রতিবেদন:
দেবিদ্বার সাব রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র মন্ডলের যোগদান ও দেবিদ্বার সাব-রেজিস্ট্রার মো: মোজাম্মল হক তালুকদার ও মুরাদনগর থানা সাব রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রিার গাজী মো: আবদুল করিম, যিনি দেবিদ্বার সাবরেজিস্ট্রি অফিসে খন্ডকালীন সাব রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন তাঁহাদের সংবর্ধনা উপলক্ষে বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবিদ্বার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতি,ষ্ট্যাম্প ভেন্ডার ও নকলনবীশগণ এর আয়োজনে সোমবার (০৪ মার্চ) রাত ০৬:৩০ মিনিটে দলিল লেখক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী ও সদ্য যোগদানকৃত সাব-রেজিস্ট্রাগণকে দেবিদ্বার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতি,ষ্ট্যাম্প ভেন্ডার ও নকলনবীশগণ এর সদস্যরা ফুল দিয়ে বিদায় ও বরণ করে নেন।
অনুষ্ঠানে দেবিদ্বার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সভাপতি মো: আবুল কাশেম সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী সাব-রেজিস্ট্রার মো: মোজাম্মল হক তালুকদার,গাজী মো: আবদুল করিম, সদ্য যোগদানকৃত সাব-রেজিস্ট্রার নারায়ণ চন্দ্র মন্ডল, অফিস সহকারী ফিরোজ আহাম্মদ,দেবিদ্বার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব আবুল কাশেম সওদাগর,দলিল লেখক সমিতির উপদেষ্টা মোঃ মোছলেহ উদ্দিন মোল্লা মোছলেম,দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মোঃ তোফায়েল আহম্মেদ চৌধুরী,দলিল লেখক সমিতির সহ-কোষাধ্যক্ষ মো: জাকির হোসেন,দলিল লেখক সমিতির সহ-আইন বিষয়ক সম্পাদক মো: শাহজালাল, নকলনবীশ সমিতির সভাপতি শ্রী জয়দেব কুমার দত্ত প্রমুখ।
এছাড়া মোহরার মো: শাহআলম ও টিসি মোহরার মোসা: পিয়ারা বেগমের বিদায় উপলক্ষে দলিল লেখক, ষ্ট্যাম্প ভেন্ডার ও নকলনবীশগণ এর পক্ষ থেকে সংবর্ধনা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয় এবং নব নিযুক্ত মোহরার সজল চন্দ্র দাস ও নব নিযুক্ত টিসি মোহরার মনোয়ারা খন্দকারকে সমিতির পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়।
দলিল লেখক সমিতি,ষ্ট্যাম্প ভেন্ডার ও নকলনবীশগণ এর পক্ষ থেকে বিদায়ী সাব রেজিস্ট্রিারগণকে বিভিন্ন উপহার সামগ্রীর মাধ্যমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।পরিশেষে বিদায়ী সাব-রেজিস্টারগণ দেবিদ্বার সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সকল দলিল লেখক,ষ্ট্যাম্প ভেন্ডার ও নকলনবীশগণ ও এক্সট্রা মহরার অফিস কর্মচারীগণের সুস্বাস্থ্য কামনাসহ কৌশল বিনিময়ে মাধ্যমে সকলের দোয়া চেয়ে বিদায় নেন ।
আপনার মতামত লিখুন :