লালমাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৮, ২০২৪, ৬:২৮ পূর্বাহ্ন /
লালমাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কুমিল্লার লালমাই উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ। সভায় প্রধান অতিথি ছিলেন আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান শাহীন। এসময় আরও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, লালমাই থানা পুলিশের প্রতিনিধি এস আই আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মো.হাবিবুর রহমান, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান মো. আবুল কাশেম, পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান এ এস এম কামাল হোসেন দুলাল, বাকই উত্তর ইউপি চেয়ারম্যান মো, মিজানুর রহমান, ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান এমরান কবীর, দক্ষিণ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান হাজী আবদুল মালেক, দক্ষিণ ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন গাজী, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভার শুরুতে বিগত সভার রেজুলেশন পাঠ করে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। পরে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশনের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান ইউএনও। এছাড়া রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া ও মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং, যানজট নিরসন সহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।
আইনশৃঙ্খলা সভার পূর্বে স্মার্ট হবে স্হানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার স্লোগানে জাতীয় স্হানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান প্রতিপাদ্যে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়।