কুমিল্লা নিউজের নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে প্রতারণা, থানায় সাধারণ ডায়েরি


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ২:১১ অপরাহ্ন /
কুমিল্লা নিউজের নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে প্রতারণা, থানায় সাধারণ ডায়েরি

নিজস্ব প্রতিবেদকঃ

​পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লা নিউজ’-এর নাম ও লোগো নকল করে একটি ভুয়া ফেসবুক পেজ খুলে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে। পোর্টালটির অফিশিয়াল ফেসবুক পেজের নাম, প্রোফাইল ছবি এবং কভার ফটো হুবহু ব্যবহার করে এই ভুয়া পেইজটি চালানো হচ্ছে।

​এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং আইনি পদক্ষেপ হিসেবে কুমিল্লা নিউজের সম্পাদক ইয়াসমীন রীমা গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) কুমিল্লা কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর: ৮৫৪।

​জিডি সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ১০টার সময় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি ‘কুমিল্লা নিউজ’ নামের একটি ফেক পেইজ খুলে সেখান থেকে বিভিন্ন বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছে। এতে মূল সংবাদ পোর্টালটির ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পাঠকদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

​এই বিষয়ে সম্পাদক ইয়াসমীন রীমা জানান, “একটি চক্র অসৎ উদ্দেশ্যে আমাদের নিউজ পোর্টালের নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা এরই মধ্যে থানায় জিডি করেছি এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। পাঠকদের প্রতি অনুরোধ, আপনারা কোনো প্রকার বিভ্রান্তিকর তথ্য শেয়ার করবেন না এবং আমাদের অফিশিয়াল পেজটি যাচাই করে সংবাদ গ্রহণ করবেন।