নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রামমালায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের কুমিল্লা ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা শাখার সভাপতি ড. মাসুদুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিস ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি ড. আহসান হাবীব ইমরোজ, এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিস ফাউন্ডেশনের সহ-সভাপতি ও মাস্টার ট্রেইনার এম. এস. মফিজুর রহমান।
বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রশিক্ষিত শিক্ষক অপরিহার্য। শিক্ষকরা যত বেশি দক্ষ হবেন, তত শক্তিশালী হবে নতুন প্রজন্মের ভিত্তি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সমাপনী পর্ব শুরু হয়। পরবর্তীতে প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষকরা ৫ দিনের অভিজ্ঞতা, অর্জন ও অনুভূতি শেয়ার করেন।
আয়োজনে অনুষ্ঠিত হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ৫ দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল শিক্ষককে সনদপত্র ও উপহার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল মাসুমা আক্তার, এক্সিকিউটিভ সেক্রেটারি ফখরুল ইসলাম, শিক্ষক সহ অন্য কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :