কুমিল্লায় ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক ও বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত এই ত্রিভাষিক শিক্ষা প্রতিষ্ঠানটি অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী শিক্ষক, কো-টিচারসহ মোট ১৫টি পদে বেশ কয়েকজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত শর্তসাপেক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন করা যাচ্ছে।
নিম্নে নিয়োগ বিজ্ঞপ্তি হুবহুব তুলে ধরা হলো:
ক্রম পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বেতন (টাকা)
১ অধ্যক্ষ ০১ জন ইংরেজি অথবা যেকোনো বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি । ইংরেজিতে দক্ষতা এবং ন্যূনতম ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আবশ্যক । ৩০,০০০-৬০,০০০/-
২ উপাধ্যক্ষ ০১ জন ইংরেজি অথবা যেকোনো বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি । ইংরেজিতে দক্ষতা এবং ন্যূনতম ২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা আবশ্যক । ২৫,০০০-৪০,০০০/-
৩ সহকারী শিক্ষক ১২ জন (পুরুষ-০৪, মহিলা-০৮) (ইংরেজি-৪, গণিত-২, বিজ্ঞান-২, বাংলা-২, আরবি/ইসলাম শিক্ষা-২) সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং ইংরেজিতে দক্ষতা । ১৫,০০০-৩৫,০০০/-
৪ কো–টিচার ০৯ জন (ফিমেল) যেকোনো বিষয়ে অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি । ইংরেজিতে দক্ষতা আবশ্যক । ১০,০০০-২০,০০০/-
৫ সহকারী শিক্ষক (মাধ্যমিক) ০৭ জন (ইংরেজি-২, গণিত-২, বিজ্ঞান-১, বাংলা-১, আরবি/ইসলাম শিক্ষা-১) সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ও মাস্টার্স এবং ইংরেজিতে দক্ষতা । ১৫,০০০-৩৫,০০০/-
৬ সহকারী শিক্ষক ০৩ জন শারীরিক শিক্ষা, আইসিটি, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে অনার্স-মাস্টার্স/সমমান এবং ইংরেজিতে দক্ষতা । ১৫,০০০-৩৫,০০০/-
৭ সহকারী শিক্ষক ০৩ জন কালচারাল (২), আর্ট এন্ড ক্যালিগ্রাফি (১) । যে কোনো বিষয়ে অনার্স অথবা মাস্টার্স এবং সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ । ১৫,০০০-৩৫,০০০/-
৮ হাফেজ ও হাফেজা ০৪ জন (আবাসিক/অনাবাসিক) ফাজিল/কামিল/দাওরা; নূরানী প্রশিক্ষণ থাকা আবশ্যক । ১০,০০০-২০,০০০/-
৯ এডমিন অফিসার ০১ জন যেকোনো বিষয়ে অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি; ইংরেজি ও আইটি দক্ষতা আবশ্যক । ১৫,০০০-৩৫,০০০/-
১০ হোস্টেল সুপার ০২ জন যেকোনো বিষয়ে অনার্স অথবা মাস্টার্স। ইংরেজি ও আইটি দক্ষতা আবশ্যক । অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে । ১০,০০০-২০,০০০/-
১১ হিসাবরক্ষক ০১ জন হিসাববিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে অনার্স/মাস্টার্স । ১০,০০০-২০,০০০/-
১২ এডমিন সহকারী ০১ জন যেকোনো বিষয়ে অনার্স অথবা মাস্টার্স। আইটি দক্ষতা আবশ্যক । ৮,০০০-১৫,০০০/-
১৩ অফিস সহকারী ০৬ জন (আয়া-০৪, পিয়ন-০২) এসএসসি/সমমান ডিগ্রি পাশ ও স্মার্ট হতে হবে । ৮,০০০-১২,০০০/-
১৪ সিকিউরিটি গার্ড ০২ জন এসএসসি/সমমান ডিগ্রি পাশ ও স্মার্ট হতে হবে । ১২,০০০-১৫,০০০/-
১৫ বাবুর্চি ০২ জন অষ্টম শ্রেণি পাশ ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে । ৭,০০০-১৫,০০০/-
আবেদনের নিয়মাবলী
• আবেদন করার শেষ তারিখ: ২৯/০৯/২০২৫ ইং ।
• আবেদনের সাথে যা জমা দিতে হবে: জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের ফটোকপি (যদি থাকে), এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ।
• আবেদন ফি: আবেদনপত্রের সাথে “ইন্টারন্যাশনাল পিস স্কুল এ্যান্ড কলেজ, কুমিল্লা”-এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে ।
o ১ ও ২ নং পদের জন্য ৫০০/- টাকা ।
o ৩-৭ নং পদের জন্য ৩০০/- টাকা ।
o ৮-১২ নং পদের জন্য ২০০/- টাকা ।
অনলাইনে আবেদন করতে সিভিতে পদ উল্লেখ করুন এবং সেন্ডমানির ট্রানজেকশন আইডি ও ফোন নম্বর সিভির উপরে উল্লেখ করুন। ই-মেইল: ipsc.service247@gmail.com ও সেন্ডমানি করুন ০১৯২৪-১৭৩০১৮ (বিকাশ) ও ০১৬১৪-৭৭৬৪৪৯ (নগদ)
• গুরুত্বপূর্ণ তথ্য:
o পরীক্ষার সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে ।
o শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয় ।
o কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো বা পূর্ব নোটিশ ছাড়াই পদের সংখ্যা পরিবর্তন, পরিবর্ধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে ।
o পরীক্ষার সময় ও তারিখ পরবর্তীতে প্রার্থীর হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে জানানো হবে ।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সভাপতি, ইন্টারন্যাশনাল পিস স্কুল এ্যান্ড কলেজ, আদর্শ ক্রিষ্টাল গার্ডেন (২য় তলা), কোটবাড়ি রোড, রামমালা (সার্ভে ইনস্টিটিউটের বিপরীতে), সদর, কুমিল্লা ।
মোবাইল নম্বর: ০১৬২৪-১৪৭৭৯৩ ।
আপনার মতামত লিখুন :