এমন ছোটখাটো বিষয়ের জন্য বাস দেওয়া যাবে না: কুবি রেজিস্ট্রার


admin প্রকাশের সময় : সেপ্টেম্বর ৮, ২০২৫, ১:৩২ অপরাহ্ন /
এমন ছোটখাটো বিষয়ের জন্য বাস দেওয়া যাবে না: কুবি রেজিস্ট্রার

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও তার মাকে ভাড়া বাসায় শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এরপর সেই শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে নগরীর পূবালী চত্ত্বরে বিক্ষোভ মিছিলের ডাক দেয় শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভে যোগ দিতে শহরে যাওয়ার জন্য বাস চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, এটা ছোটোখাটো বিষয়। এসব ছোটখাটো বিষয়ে বাস দেওয়া যাবে না।

রেজিস্ট্রারের এই কথার প্রতিবাদে শিক্ষার্থীরা রেজিস্ট্রার দপ্তরে তালা দেয়। এরপর প্রশাসনিক ভবনে তালা দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের তালা খুলে দিলেও রেজিস্ট্রার দপ্তরে তালা রয়েছে।

এ বিষয়ে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রাহিম বলেন, আমরা সুমাইয়া হত্যার বিচারের দাবিতে এবং যাতে পরবর্তীতে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায় সেইজন্য আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বাস চেয়েছি। কিন্তু রেজিস্ট্রার আমাদের বাস না দিয়ে অন্য ভার্সিটির ইস্যু দেখাচ্ছে। এরপর উনি বলেছে এসব ছোটখাটো ইস্যুতে বাস দেওয়া যাবে না। এজন্য আমরা রেজিস্ট্রার দপ্তর ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছি। এবং আমরা উনার পদত্যাগ দাবি করেছি। স্টেকহোল্ডারদের যাতে দূর্ভোগ না হয়ে সেইজন্য প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়েছি কিন্তু রেজিস্ট্রার দপ্তরে এখনো তালা রয়েছে। তালা কখন খোলা হবে এটা শিক্ষার্থীরা আন্দোলন করে শহর থেকে ফেরার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ব্যাপারে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমি এটা উদাহরণ দিতে গিয়ে বলেছি। আমাদের ইতোমধ্যে শহরে ১২ টায় বাস গেছে এরপর আর বাস দেওয়া যেত না। আমরা তো বসে নেই। আমরা বিচার নিশ্চিত করার জন্য কাজ করতেছি।