নিজস্ব প্রতিনিধি:
পাবনায় আমেরিকা প্রবাসী জনাব হামিদুর রহমান বাবু পরিচালিত ‘Give Foundation’-এর সহায়তায় সরকারি এডওয়ার্ড কলেজের ২৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ১ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (৯ আগস্ট ) কলেজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল আউয়াল মিয়া, উপাধ্যক্ষ প্রফেসর মোহা. আব্দুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মো. লুৎফর রহমান এবং যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম।
কলেজ প্রশাসন এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের সুধীজনদের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।
আপনার মতামত লিখুন :