মোঃ সোহেল ইসলাম, ব্রাক্ষণপাড়া প্রতিনিধিঃ
রোজা আর চৈত্রের দাবদাহকে কেন্দ্র করে চড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমি ফল তরমুজ। এই গরমে তরমুজ কেনায় ক্রেতাদের আগ্রহ থাকলেও তাঁরা বলছেন ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম নিচ্ছেন। ক্রেতাদের অভিযোগ ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে এনে তা কেজি হিসেবে বিক্রি করছেন। মঙ্গলবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, প্রতি ছোট সাইজের তরমুজ বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকা, মাঝারি তরমুজ বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা এবং বড় তরমুজ বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন,রোজা উপলক্ষে মোকামে তরমুজের দাম বেশি। তাছাড়া শ্রমিক খরচ ও গাড়িভাড়া বেশি হওয়ায় দাম বেশি পড়ছে। রোজার মধ্যে তরমুজের দাম কমবে বলে ব্যবসায়ীরা মনে করছেন।
অপরদিকে ক্রেতারা তরমুজ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ক্রেতারা অভিযোগ করে বলছেন, রোজায় ফলের দাম যেখানে কম থাকার কথা সেখানে বিক্রেতারা ইচ্ছেমতো দাম দিয়ে বিক্রি করছে। এটা অন্যায় করা হচ্ছে। সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে। ক্রেতারা দাবী করছেন,ক্রেতা সাধারণ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।