মোঃ শাহীন আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে অসহায় ও দিনমজুর ৬১ পরিবারের পুরো রমজান মাসের দায়িত্ব নিয়েছে স্বপ্নপূরণ ফাউন্ডেশন। এ উপলক্ষে বৃহস্পতিবার বাড়ি বাড়ি গিয়ে ওই পরিবারগুলোকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেয় ফাউন্ডেশনের সদস্যরা।
প্যাকেটভর্তি ২৭ কেজি ২’শ গ্রাম ওজনের উপহার সামগ্রীর মধ্যে ছিলো; চাল, আলু, ছোলা, ডাল, খেজুর, সয়াবিন তেল, টেং, পেয়াজ, আদা, রসুন, মুড়ি ও চিনি। এ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, ফাউন্ডেশনের পরিচালক ও ইভেন্ট সমন্বয়ক মনির হোসেন খোকন, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোহন, মোশাররফ হোসেন, হোসাইন মামুন, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, মুহা. ফখরুদ্দীন ইমন, ডাঃ ইউসুফ হোসাইন সুমন, শিক্ষক বেলাল হোসাইন শাকিল, স্বেচ্ছাসেবী মোহাম্মদ হোসেন নয়ন, ফাউন্ডেশনের সদস্য জসিম উদ্দীন হাসান, মুহা. সারওয়ার প্রমুখ। এদিকে বাড়িতে থেকেই পুরো রমজান মাসের নিত্য প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে পেয়ে স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সদস্য ও প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে অসহায় ও দিনমজুর পরিবারের সদস্যরা।
উল্লেখ্য, স্বপ্নপূরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে। বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী ও দেশে থাকা ব্যক্তিদের দেয়া অনুদান সঠিকভাবে অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছে ফাউন্ডেশনের সদস্যরা।