মো.আনোয়ারুল আজিমঃ
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার বেলা এগারোটায় কুমিল্লার লালমাই উপজেলার হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক লোকমান হোসেন ও সহকারি শিক্ষক ফারুকুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় উক্ত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস)কামাল এর একান্ত সচিব উক্ত স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি কে.এম সিংহ রতন।
এ সময় উক্ত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন,এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য লোকমান হোসেন ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর প্রটোকল অফিসার আলী আকবরসহ স্কুল এন্ড কলেজের অন্যান্য সহকারি শিক্ষকগন।
অভিবাবকদের মধ্য হতে বক্তব্য রাখেন,মোঃ দেলোয়ার হোসেন, বাহার ইকবাল, প্রফেসর হালিম সহ আরো অনেকে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক/শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, অভিভাবক,সাংবাদিক,গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এর আগে সকালে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতিয় দিবস উদযাপন উপলক্ষে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সকাল ৬:৩০ মিনিটে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন এর নেতৃত্বে রা্লি করে সকল সহশিক্ষক ও স্কাউট দল নিয়ে স্কুল এন্ড কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এবং সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।