বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ-
বরুড়া পৌরসভা সদরে আদালতের রায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে । গতকাল ৬ই সেপ্টেম্বর মঙ্গলবার বরুড়া পৌরসভার সদর এলাকার চান্দিনা রোডে সর্দার বাড়ির মোঃ আব্দুল মালেক মিয়ার বাড়িতে সহকারী কমিশনার ভুমি মেহেদী হাসান এর নেতৃত্বে আদালতের রায়ে দীর্ঘ প্রায় ২০-বছের অধিক সময়ের মামলার নিষ্পত্তি আদেশে উচ্ছেদ অভিযান ও রায় কার্যকর করা হয়।
মামলার বাদী মাজেদা খাতুনের আবেদনের প্রেক্ষিতে দীর্ঘ বছর মামলা চলার পর গত ২০০৫/১৩ সালে রায় পেয়েছে, রায় পাওয়ার পর বিবাদী আবদুল মালেক হাইকোর্টে আপিল করেন, সেখানেও মামলায় পরাজিত হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশান দাখিল করেন আবদুল মালেক, সর্বশেষ মহামান্য সুপ্রিম কোর্টও নিন্ম আদালত ও হাইকোর্টের রায় বহাল রাখে এবং উচ্ছেদের আদেশ প্রদান করেন। মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের প্রেক্ষিতে ৬ই সেপ্টেম্বর আদালতের কমিশনার সহ বরুড়া থানার পুলিশ ফোর্স উপস্থিত থেকে রায় কার্যকর করেন।