বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। দুপুর তিনটায় কুমিল্লা রামঘাটস্থ কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের কার্যালয় এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আনন্দ শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগে সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনূর বেগমের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু রুপম মজুমদার,সহ-সভাপতি মানিক খন্দকার। তথ্য বিষয়ক সম্পাদক ফরহাদ মিজান, কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীমা আক্তার, জাহানারা বেগম, রাশেদ আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিরা পারভিন, অ্যাডভোকেট শামীমারা,সাংগঠনিক সম্পাদক লাভলি আক্তার, সালমা মজুমদার ডিউটি, পচার সম্পাদক এডভোকেট তানজিনা আক্তার, দপ্তর সম্পাদক ফাহমিদা রহমান, আইন বিষয়ক সম্পাদক নিগার সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মীর হাজেরা হীরা সহ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :