মো:আব্বাস আলী:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের ধনুয়াখলা (ছনগাঁও) সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) স্থানীয় ধনুয়াখলা গ্রামে পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মো: নাজমুল ইসলামের পরিচালনা মো: আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি আলহাজ্ব ফয়েজ আহমদ মুন্সী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ সম্পাদক আলী হাসান খোকা।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ রাসেল হোসাইন ও শ্যামল সরকার।
বক্তারা পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :