কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন লোক প্রশাসন ১১তম ব্যাচের শিক্ষার্থী খাইরুল বাশার সাকিব।
রবিবার (১ মে) শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সরকারি চাকরিতে যোগদান করায় নিজ আবেদনের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ কে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল বাশার সাকিবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।