কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইস্পাহানীয়ান পরিবারের আগামী মাস মাসের সাংগঠনিক কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন ১১তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহিল মারুফকে সভাপতি এবং একই ব্যাচের আইন বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সহ সভাপতি হয়েছেন আহসান হাবিব, ইশতিয়াক আহমেদ, আরিফুল ইসলামসহ মোট ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছে এ এইচ এম ইউসুফ, আব্দুল্লাহ আল সিফাত, মোঃ রাকিবুল ইসলামসহ মোট ১০ জন, সাংগঠনিক সম্পাদক হয়েছেন আহমেদ আবির রায়হান, দিদারুল ইসলামসহ মোট ৪ জন।
এছাড়া কমিটির অন্যান্য পদে অর্থ সম্পাদক- রিজওয়ান আহমেদ, সহ অর্থ সম্পাদক -নাজমুল হাসান ইমরান, দপ্তর সম্পাদক- আনিসুর রহমান, প্রচার সম্পাদক-ফয়সল সজিব, শিক্ষা বিষয়ক সম্পাদক -কানিজ ফাতেমা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক- তাসলিমা সুলতানা, তথ্য বিষয়ক সম্পাদক- মোঃ রাজিব খান, ছাত্রী বিষয়ক সম্পাদক -ফারহানা আকতার আঁখি এবং কার্যকরী সদস্য হাসান মাহতাব মাহিন, নুসরাত জাহান তারিনসহ মোট ৮ জন ঘোষিত হয়েছেন।