চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ
চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে ৮৫পিছ ইয়াবা বড়িসহ ওয়াসিম (৩৫) নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে। সে পৌর এলাকার বালুজুড়ি গ্রামের বাসিন্দা। তথ্যটি বৃহস্পতিবার দুপুরে নিশ্চিত করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। তিনি জানান, গোপন সংবাদেও ভিত্তিতে থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার পৌর এলাকার বালুজুড়ি গ্রামে ওয়াসিমের ঘরে অভিযান চালায় এসময় তার শুয়ার ঘরে বালিশের নিচ থেকে ৮৫ পিছ ইয়াবা বড়ি জব্দ করে।
তিনি আরো জানান এর আগে ওয়াসিম মাদকসহ ঢাকার গেন্ডারিয়া থানায় গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে।