নিজস্ব প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে গরু বোঝাই ট্রাক কাভার্ডভ্যানকে ধাক্কা দিয়ে খাদে পড়ে গরু ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। সেই সঙ্গে দু’টি গরুর মৃত্যু হয়েছে।
জানা গেছে, বুধবার (১২ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দাউদকান্দি উপজেলার পুটিয়া এলাকায় বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যান খাদে পড়ে যায়। এসময় রাসেল মিয়া (৩০) ও অজ্ঞাত(২৭) ঘটনাস্থলেই নিহত হন।
নিহত রাসেল মিয়া গরু ব্যবসায়ী। তার বাড়ি জেলার লাকসাম উপজেলার সিলাইন গ্রামে । সেই সঙ্গে ঘটনাস্থলেই দুইটি গরুর মৃত্যু হয়। ট্রাকটিতে থাকা আরও কয়েকটি গরুও আহত হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ মঞ্জুরুল আলম বলেন, বগুড়া থেকে ছেড়ে আসা একটি গরু বোঝাই ট্রাক লাকসামের উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের পুটিয়া এলাকায় গরু বোঝাই ট্রাকটি কাভার্ডভ্যানের পিছনে ধাক্কা দিলে এদুর্ঘটনায় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী রাসেল মিয়াসহ দুইজন মারা যায়। দুর্ঘটনায় দু’টি গরুও মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যবসায়ীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :