কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল হাসান পলাশ।
সোমবার (২ মে) শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম মাজেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নিজ আবেদনের প্রেক্ষিতে কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইমরান হোসাইনকে স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এবং সহ সভাপতি নাজমুল হাসান পলাশকে কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ইলিয়াস হোসেন সবুজ বলেন, ছাত্রলীগ সব সময় পরিশ্রমীদের মূল্যায়ন করে। নিজ আবেদনের প্রেক্ষিতে কাজী নজরুল ইসলাম হলের সভাপতি মোঃ ইমরান হোসাইনকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং কার্যক্রমকে গতিশীল করার জন্য নাজমুল হাসান পলাশকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। ক্যাম্পাস খোলা হলে আমরা কেন্দ্রীয় কমিটির অনুমতি সাপেক্ষে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি দিব।