কুবি প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিত্রশিল্পীদের সংগঠন বৃত্ত’র উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের অদূরে আনন্দলোক স্কুলের খোলা মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃত্ত’র হেড অফ ফিন্যান্স আরাফাত রাফির সঞ্চালনায় এতে বৃত্ত’র অন্যান্য সদস্যদের পাশাপাশি অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বৃত্ত’র উপদেষ্টা এবং প্রত্নতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. সোহরাব উদ্দিন ও ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান। এছাড়া আরও উপস্থিত নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানি হল শাখা ছাত্রলীগের সভাপতি ইশরাত জাহান জেরিন এবং সাধারণ সম্পাদক অপর্ণা দেবীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।