চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে গ্রামীন ব্যাংক চৌদ্দগ্রাম এরিয়ার উদ্যোগে সারা উপজেলার ১০টি শাখায় ১ লক্ষ ৪০ হাজার ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রামীন ব্যাংকের ফেনী যোনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ হুসিয়ার রহমান ভূইয়া। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে বাতিসা শাখার আয়োজনে কালিকাপুর গ্রামের একটি মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাতিসা বাজার কমিটির সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রামের এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম, প্রোগ্রাম অফিসার মোঃ আলী আকবর, শাখা অফিসার ফুয়াদ হোসেন, সেকেন্ড ম্যানেজার মোঃ মাঈন উদ্দিনসহ সকল শাখার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
উল্লেখ্য, ১৫ আগস্টে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গ্রামীন ব্যাংকের উদ্যোগে এদিনে সারা বাংলাদেশে প্রায় ৩ কোটি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :