কুবি প্রতিনিধিঃ
বগুড়ার দই বিক্রি করে লাখ টাকা আয় করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী শরীফ হাসান ফাহিম । ক্রেতাদের সন্তুষ্ট করা এবং কম লাভে বেশি দই বিক্রি করার উদ্দেশ্যকে কেন্দ্র করে ২০২১ সালের লকডাউনে দইয়ের ব্যবসা শুরু করেন তিনি।
বগুড়ার স্পেশাল দই, বগুড়া শাহী দই, বগুড়ার কাপ দইসহ কয়েক ধরনের দই প্রি অর্ডারের মাধ্যমে বিক্রি করেন ফাহিম। চাকরির চেয়ে ব্যবসাকে মুনাফা বেশি মনে করে অল্প টাকা দিয়ে শুরু করেন এই ব্যবসা। যা ক্যাম্পাসে ভালোই সাড়া জাগিয়েছে।
‘বগুড়ার দই কুবিতে’ এই ফেসবুক পেইজেই তিনি সকল আপডেট দেন। এছাড়া দই পাওয়ার জন্য প্রি-অর্ডার করলে সুবিধা অনুযায়ী ডেলিভারি দেওয়া হয় ক্রেতার কাছে।
ক্যাম্পাস এবং এর আশেপাশের এলাকা এবং বগুড়ার সাথে সরাসরি বাসে যোগাযোগ আছে এমন সব জেলায় দই সাপ্লাই দেন ফাহিম। এই দই ফ্রিজে রাখা ছাড়াই ২৪-২৮ ঘন্টা সংরক্ষণ করা যায়।
অনুভূতি প্রকাশ করে ফাহিম জানান, স্বল্প পুজিতে আমি এই ব্যবসা শুরু করি। লকডাউনে ভাবলাম বাসায় বসে না থেকে কিছু করি। তারপরই দইয়ের ব্যবসা শুরু করলাম এবং ভালো সাড়া পেতে লাগলাম। ক্রেতাদের সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা মূলত ফেসবুক পেইজ এবং গ্রুপের মাধ্যমেই দইয়ের আপডেট দিয়ে থাকি এবং ক্রেতারা যোগাযোগ করলে আমরা তাদেরকে ডেলিভারি দেই।