চান্দিনায় একসাথে ৬ কাউন্সিল প্রার্থীর বসে থাকার ছবি ভাইরাল
প্রকাশ: ২০২১-০১-১৬ ১০:০২:৪৭ || আপডেট: ২০২১-০১-১৬ ১০:০২:৪৭

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে ৪ নং ওয়ার্ডের ৬ কাউন্সিলর প্রার্থীর একসাথে বসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যা বর্তমান সময়ের জন্য অকল্পনীয় ঘটনা।
নির্বাচন মানেই মার্কা নিয়ে জনপ্রতিনিধি হওয়ার তুমুল ভোটের লড়াই। লড়াই ভোটকেন্দ্রে ভোটের মাধ্যমে হলেও তারা স্বাভাবিকভাবেই একে অপরের সাথে বসে কথা বলতে দেখা গিয়েছে।
উল্লেখ্য যে ৪ নং ওয়ার্ডের আওয়ামিলীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়ছেন বাচ্চু মিয়া, বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী হিসেবে লড়ছেন কামাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন মনির হোসেন, আরিফুর রহমান, সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ ও শাহাবুদ্দিন অন্তর।