কুমিল্লায় ৪০ দিন নামাজ পড়ে সাইকেল পেল ২ কিশোর
প্রকাশ: ২০২০-০৮-১৪ ১৪:০৩:৩৪ || আপডেট: ২০২০-০৮-১৪ ১৪:০৫:৩৩

মোঃ আব্বাস আলীঃ
কুমিল্লা নগরীর কোটবাড়ি ২৪ নং ওয়ার্ডের শালমানপুর পশ্চিম পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় ২ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। শুক্রবার (১৪ আগষ্ট) জুমার নামাজের পরে কিশোরদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
জানা গেছে, ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় পর্যায়ে শিশু-কিশোরদের নামাজে উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উল্লেখ, গত ২৫ শে মে ঈদুল ফিতরের দিন এক কিশোরকে শালমানপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় বাইসাইকেল পুরস্কৃত করা হয়েছে ।