বার্ডে ‘Basics in Research Methodology’ শীর্ষক তিনদিনের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত


abbas প্রকাশের সময় : সেপ্টেম্বর ১০, ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন /
বার্ডে ‘Basics in Research Methodology’ শীর্ষক তিনদিনের ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো:আব্বাস আলী

বার্ডের গবেষণা বিভাগের উদ্যোগে আয়োজিত ‘Basics in Research Methodology’ শীর্ষক তিনদিনের ইনহাউজ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯ই সেপ্টেম্বর) ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণে বার্ডের ৩৭ জন অনুষদ সদস্য প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন।

এতে ড. মোঃ সোলায়মান (প্রাক্তন অতিরিক্ত মহাপরিচালক, বার্ড) এবং ড. তাপস কুমার বিশ্বাস (প্রাক্তন পরিচালক, বার্ড) অতিথি প্রশিক্ষক হিসেবে ১৬ টি সেশনের মাধ্যমে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। বার্ডের অনুষদ সদস্যগণের জ্ঞান অধিক সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ কোর্স। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন বার্ডের সম্মানিত মহাপরিচালক জনাব হারুন-অর-রশিদ মোল্লা (অতিরিক্ত সচিব)। সমাপনী অধিবেশনে আরো উপস্থিত ছিলেন বার্ডের প্রশিক্ষণ বিভাগের সম্মানিত পরিচালক জনাব আব্দুল্লাহ আল মামুন ও গবেষণা বিভাগের সম্মানিত পরিচালক ড. মোঃ মিজানুর রহমান।