কুমিল্লার বিড়ালপ্রেমীদের জন্য বিশ্বস্ত একটি নাম ‘ক্যাটস হোম বিড়ালের বাড়ি’। বিড়ালপ্রেমীরা কোথাও বেড়াতে গেলে তাদের পোষ্য প্রাণীটি রেখে যান এ বাড়িতে। এজন্য তাদের দিতে হয় না কোনো খরচ।
প্রতি মাসে পোষ্য বিড়ালদের চিকিৎসায় একজন পশুচিকিৎসক বসেন সেখানে। নামমাত্র মূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। বর্তমানে এ ক্যাটস হোমে নবাব, সিম্বা, পেজকুনি, পুষ্প, রুড গুলিত, ব্যানজামা, ভিনিসিয়াস, জ্যাক, মিনু, ডিউক, ক্যামেলিয়া, রোনালদো, প্রিসিলা, এমবাপে, মুয়েজ্জা ও কয়েকজন অতিথিসহ ২০ জন সদস্য রয়েছে।
নগরীর নজরুল অ্যাভিনিউ নাছির টাওয়ারে ‘ক্যাটস হোম বিড়ালের বাড়ি’ অবস্থিত। সেখানে কথা হয় বিড়ালপ্রেমী লাকি রহমানের সঙ্গে। তিনি বলেন, কুমিল্লায় বিড়ালের ভালো চিকিৎসক নেই বললেই চলে। তাছাড়া সার্জারি করার মতো ভেটেরিনারি চিকিৎসকও পাওয়া যেত না। ক্যাটস হোম বিড়ালের বাড়ি প্রতিষ্ঠার পর আমাদের আস্থার জায়গা তৈরি হয়েছে। যেকোনো সমস্যায় তাদের কাছ থেকে পরামর্শ ও চিকিৎসা নিয়ে থাকি। এতে কুমিল্লা নগরীতে এখন আর কোনো কুকুর-বিড়ালকে বিনা চিকিৎসায় মরতে হয় না।
শায়লা শিলা নামের এক নারী জাগো নিউজকে বলেন, ‘নগরীতে বিড়াল-কুকুরকে অসহায় অবস্থায় দেখলে আমি উদ্ধার করি। উদ্ধারের পর এদের চিকিৎসা দেওয়া কঠিন ছিল। বর্তমানে এসব পশু ক্যাটস হোম বিড়ালের বাড়িতে নিয়ে বিনা পয়সায় চিকিৎসার সুযোগ পাচ্ছি। এতে আমি আনন্দিত।’
আপনার মতামত লিখুন :