কুমিল্লায় আজ ৯৯ জনের করোনা শনাক্ত
প্রকাশ: ২০২০-০৭-১৯ ১২:০২:০১ || আপডেট: ২০২০-০৭-১৯ ১২:০২:০১

ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা জেলায় আজ রোববার নতুন করে আরও ৯৯ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯১৩ জনে।
আজকের রিপোর্টে কুমিল্লার বুড়িচংয়ে একজনকে মৃত দেখানো হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা হয়েছে ১২৯ জন ।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তের মধ্যে জেলার সিটি করপোরেশনে ২৭ জন, নাঙ্গলকোটে ১০ জন, আর্দশ সদরে ১ জন, বরুড়ায় ৬ জন, বুড়িচংয়ে ৩ জন, দেবিদ্বারে ৭ জন, চৌদ্দগ্রামে ৯ জন, মেঘনায় ২ জন, তিতাসে ২ জন, লাকসামে ৮ জন, মনোহরগঞ্জ – ৭ জন, লালমাইয়ে ১ জন, হোমনায় ২ জন, মুরাদনগরে ১৪ জন।
আজকের ৮০ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। দেবিদ্বারে ১৩ জন, সদর দক্ষিণে ৫ জন, আদর্শ সদরে ৮ জন, চান্দিনায় ৫ জন, সিটি কর্পোরেশনে ২৩ জন, মনোহরগঞ্জ ১১ জন ও বরুড়ায় ১৫ জন।
রবিবার (১৯ জুলাই) বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।