কুমিল্লায় সোমবারে ৯১ জনের করোনা শনাক্ত
প্রকাশ: ২০২০-০৭-১৩ ১৩:৩৬:৫১ || আপডেট: ২০২০-০৭-১৩ ১৩:৩৬:৫১

ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লা জেলায় আজ সোমবার ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৫ জনে।
আজকের রিপোর্টে কোন মৃত দেখানো হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ১২২ জন রয়ে গেছে।
আজকের রিপোর্টে ১১২ জনকে সুস্থ্য দেখানো হয়েছে। সুস্থরা হলেন সিটি কর্পোরেশনের ৩৪ জন, আর্দশ সদরে ৮ জন, বরুড়ায় ১৬ জন, নাঙ্গলকোটে ৫ জন , লালমাইয়ে ৪২ জন ও মনোহরগঞ্জ উপজেলায় ৭ জন।
আজ আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৭ জন, বরুড়ায় ৩ জন, লাকসামে ৫ জন,
চৌদ্দগ্রামে ১১ জন, আদর্শ সদরে ২ জন, সদর দক্ষিণে ১১ জন, হোমনায় ১ জন, মেঘনায় ২ জন, বুড়িচংয়ে ৮ জন, লালমাইয়ে ৩ জন, নাঙ্গলকোটে ২৬ জন ও মনোহরগঞ্জ উপজেলায় ২ জন। ।
সোমবার (১২ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিল সার্জন ডা: মো. নিয়াতুজ্জামান।