এইচ.এম.তামীম আহাম্মেদ:
কুমিল্লা ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) এন্ড মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)এর আয়োজনে (২০২২-২০২৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবাগত ছাত্র-ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান ২১ মে ২০২৩ খ্রিঃ রবিবার বেলা ১১ টায় নগরীর ঠাকুরপাড়ায় নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিষ্ঠানের অধ্যাপক আলী আহসান টিটুর সঞ্চালনায় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ডাঃ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-বাড়ীয়া ম্যাটস এর অধ্যক্ষ ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ সৈয়দ আশরাফ হোসেন, সহকারি অধ্যাপক পিযুষ কান্তি সরকার, প্রভাষক মোহাম্মদ খোরশেদ আলম, চিকিৎসা প্রযুক্তিবিদ ও শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার, প্রকৌশলী কায়েস মোঃ আল ফাতেহীন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, হিসাব রক্ষন কর্মকর্তা কে এম এ মোহাইমিন,আমিনুল ইসলাম ভুঁইয়া, অফিস সহকারি রিপন, রফিক, তপন,রাজেস প্রমুখ।
অনুষ্ঠানের প্রথমে পবিত্র কুরআন তেলোয়াত করেন হাফেজ তামীম আহাম্মেদ অতঃপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে অতিথিগণ একে একে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না। সকলকে দেশপ্রেমিক হতে হবে। সকলকে দূর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ব হয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে। এ জাতীকে দূর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। প্রকৃত মানুষ হতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত হয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে।