Friday , 5 May 2023
  1. অন্যান্য সংবাদ
  2. উপজেলার খবর
  3. কুমিল্লা ইউনিভার্সিটি
  4. কুমিল্লার খবর
  5. চাঁদপুর জেলা
  6. চাকরির খবর
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাসের খবর
  10. বিনোদন
  11. ব্রাহ্মণবাড়িয়া জেলা
  12. মুক্ত মতামত ও ফিচার পোষ্ট
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

ঢাকা – কুমিল্লা সরাসরি রেল লাইন বাস্তবায়ন পরিষদ এর বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবেদক
abu sayeid
May 5, 2023 3:50 pm

মাজহারুল ইসলাম নোমান 

“রেল লাইন সরাসরি ঢাকা যাবো তারাতারি “এই স্লোগান কে ধারণ করে ঢাকা – কুমিল্লা সরাসরি রেল লাইন বাস্তবায়ন পরিষদ এর বার্ষিক সাধারণ সভা ৫ই মে চৌদ্দগ্রাম উপজেলার মিয়া বাজারে অবস্থিত হোটেল গ্রীণবিউ কনফারেন্স হলে  অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লাকে সমৃদ্ধি করার লক্ষে দলমত নির্বিশেষে ঢাকা- কুমিল্লা সরাসরি রেল লাইন প্রকল্প বাস্তবায়নে কুমিল্লা জেলার বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতে ঢাকা – কুমিল্লা সরাসরি রেল লাইন বাস্তবায়ন পরিষদ এর বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়।
সভায় উদ্ভোধনী বক্তব্য প্রদান করেন বীরমুক্তিযোদ্ধা সাবেক হুইপ ও সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
সভায় ঢাকা- কুমিল্লা সরাসরি রেল লাইন বাস্তবায়ন পরিষদের সভাপতি মোঃ আলী আশ্বব,এর সভাপতিত্বে এবং
সাধারন সম্পাদক ইউসুফ আলী মীর পিন্টু এবং ওমর ফারুক চৌধুরীর সঞ্চালনায় প্রকল্প অগ্রগতি সম্পর্কে প্রতিবেদক হিসেবে উপস্থিত ছিলেন  সাবেক সচিব সেতু বিভাগ,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন,ভূমি আপিল বোর্ডের সাবেক সচিব মোঃ তালেব,এডভোকেট আক্তার হোসেন,৬নং পূর্বজোড়কানন ইউপি চেয়ারম্যান মমিনুল ইসলাম সহ ঢাকা – কুমিল্লা সরাসরি রেল লাইন বাস্তবায়ন পরিষদ এর সদস্য বৃন্দ।
সভায় বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী উদ্ভোধনী বক্তব্য বলেন   ঢাকা – কুমিল্লা সরাসরি রেল লাইন ও কুমিল্লা বিমানবন্দর চালু হলে ঢাকাকে ছাড়িয়ে যাবে কুমিল্লা। শীঘ্রই ঢাকা – কুমিল্লা সরাসরি রেল লাইন বাস্তবায়নে ঢাকায় কর্মসূচী হবে।

সর্বশেষ - কুমিল্লার খবর

আপনার জন্য নির্বাচিত