মাজহারুল ইসলাম নোমান
আমরা লক্ষ্য করলাম গতকাল কুমিল্লা ক্লাবে চৌদ্দগ্ৰামের কতিপয় ব্যক্তিরা পবিত্র মাহে রমজানের ইফতার মাহফিল আয়োজন এর নামে জড়ো হয়ে আমাদের প্রাণপ্রিয় নেতা চৌদ্দগ্ৰাম আওয়ামী পরিবারের মূল অভিভাবক জনাব মোঃ মুজিবুল হক মুজিব এমপি ও তাঁর পরিবারের বিরুদ্ধে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং চরম মিথ্যাচার করে বক্তব্য প্রদান করেছে এবং তা ফেইসবুকে লাইভ প্রচার করেছে এবং এতে আমাদের নেতা জনাব মোঃ মুজিবুল হক মুজিব এমপি সহ তাঁর পরিবারের চরম মানহানি হয়েছে এবং পাশাপাশি আমরা কুমিল্লা জেলা আওয়ামী লীগ সহ চৌদ্দগ্ৰামের সর্ব পর্যায়ের আওয়ামী নেতৃবৃন্দ ও সকল স্থানীয় জন-প্রতিনিধি অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত। আমরা এ জাতীয় হীন ও উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমাদের সবার নিকট পরিস্কার হয়ে গেছে যে, তাদের টার্গেট শুধুমাত্র আমাদের নেতা জনাব মোঃ মুজিবুল হক মুজিব এমপি নয়, বরং চৌদ্দগ্ৰামে আওয়ামী রাজনীতিকে দুর্বল করার হীন চক্রান্তও বটে। তাদের এ জাতীয় হীন কর্মকাণ্ডে চৌদ্দগ্ৰামে আওয়ামী রাজনীতির চিরশত্রু রাজাকার জামাত শিবিরের রাজনীতির দোসররাই লাভবান হবে।
আমরা অত্যন্ত বলিষ্ঠভাবেই বলতে চাই যে, আমরা চৌদ্দগ্ৰামবাসী ও আওয়ামী পরিবারের প্রত্যেক সদস্য এবং সকল পর্যায়ের স্থানীয় জন-প্রতিনিধি কুমিল্লা জেলা আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা চৌদ্দগ্ৰাম আওয়ামী পরিবারের প্রাণ, আওয়ামী রাজনীতির ঐক্যের প্রতীক জননেতা জনাব মোঃ মুজিবুল হক মুজিব এমপি এর নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।