চৌদ্দগ্রামে ব্যবসায়ী অলি আহমেদ মজুমদারের উপর হামলা


abbas প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৩, ৩:৫১ অপরাহ্ন /
চৌদ্দগ্রামে ব্যবসায়ী অলি আহমেদ মজুমদারের উপর হামলা

চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার সাবেক শ্রেষ্ঠ করদাতা অলি আহমেদ মজুমদারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা ৫০লক্ষ টাকার ব্যাগসহ ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেন অলি আহমেদ মজুমদার। মঙ্গলবার (২২ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার চৌদ্দগ্রাম বাজারস্থ সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদের সামনে মাগরিবের নামাজের পরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন চৌদ্দগ্রাম থানা পুলিশ।

আহত অলি আহমেদ মজুমদার জানান, মঙ্গলবার বিকেলে তার মালিকানাধীন ফাতেমা ব্রিকক্স এবং ফাতেমা ট্রেডার্সের এসআরদের প্রদানকৃত টাকা নিয়ে ব্যক্তিগত গাড়িযোগে কুমিল্লা রওনা দিই। এর মধ্যে চৌদ্দগ্রাম বাজারস্থ সাব রেজিস্ট্রি অফিস থেকে মাগরিবের নামাজ শেষে বের হয়ে ব্যক্তিগত গাড়িতে উঠার সময় ছাতিয়ানী গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী আক্কাছের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী আমার উপর হামলা করে। এসময় হামলাকারীরারা আমার হাতে থাকা চটের ব্যাগভর্তি ৫০লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি আরো জানান, আলী আক্কাছের সাথে তার ভাই বাবলু মজুমদার, মাদক ব্যবসায়ী রাফি মজুমদারও এ হামলায় অংশ নেয়।

আহত অলি আহমেদ মজুমদারের ছেলে মামুনুর রশিদ মজুমদার বলেন, হামলাকারীরা টাকা ছিনতাই করে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় আমরা চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এএসআই) হারুনুর রশিদ জানান, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমার নির্দেশে ব্যবসায়ী অলি আহমেদ মজুমদারের উপর হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল চৌদ্দগ্রাম সাব রেজিস্ট্রি অফিসে যাই। ভুক্তভোগী আহত অলি আহমেদ মজুমদারের সাথে কথা বলি। তিনি হামলার এবং ৫০লক্ষ টাকা ছিনতাইয়ের মৌখিক অভিযোগ করেন। তাৎক্ষনিক আহত অলি আহমেদকে চিকিৎসার জন্য চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালে প্রেরণ করি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।