Wednesday , 15 March 2023
  1. অন্যান্য সংবাদ
  2. উপজেলার খবর
  3. কুমিল্লা ইউনিভার্সিটি
  4. কুমিল্লার খবর
  5. চাঁদপুর জেলা
  6. চাকরির খবর
  7. দেশজুড়ে
  8. ধর্ম
  9. প্রবাসের খবর
  10. বিনোদন
  11. ব্রাহ্মণবাড়িয়া জেলা
  12. মুক্ত মতামত ও ফিছার পোষ্ট
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. সম্পাদকীয়

চৌদ্দগ্রামে বাঁশ ও মাটি ফেলে রাস্তা বন্ধ করে দিয়ে ৫ পরিবারকে অবরূদ্ধের অভিযোগ

প্রতিবেদক
admin
March 15, 2023 12:11 pm

চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাঁশ ও মাটি ফেলে ৫০ বছরের পুরাতন চলাচলের রাস্তা বন্ধ করে দিয়ে ৫ পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের নিকট অভিযোগ দায়ের করেছেন রাশেদুল ইসলাম চৌধুরী তহিদ নামের এক ব্যক্তি। উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা গ্রামে এ ঘটনা ঘটে। রাস্তা বন্ধ করে দেয়ার কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও পথচারীরা চলাচল করতে পারছে না।

অভিযোগে উল্লেখ করা হয়, জগন্নাথদীঘি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বীরমুক্তিযোদ্ধা তোফায়েল উল্লাহ চৌধুরী সড়কের উপর দিয়ে বিজয়করা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিজয়করা জামে মসজিদে যাতায়াতে জনগণের জন্য সহজ রাস্তা হিসেবে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ব্যবহার হয়ে আসছে। রাস্তাটি আগা আমিনুল ইসলাম চৌধুরীর পারিবারিক রাস্তা। যা জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া আছে।

এ রাস্তা দিয়ে প্রতিদিন শত শত জনগণ ও অসংখ্য সিএনজি বেবি টেক্সি, মোটর সাইকেল, কারসহ ভারী যানবাহনও চলাচল করছে। গত ৯ মার্চ বৃহস্পতিবার আগা হুমায়ন কবির চৌধুরী গং হঠাৎ রাস্তার দুই দিকে বাঁশ ও মাটি ফেলে রাস্তা বন্ধ করে দেয়। এতে আগা আমিনুল ইসলাম চৌধুরীর বাড়ির লোকজনসহ ৫টি অবরুদ্ধ হয়ে পড়ে এবং জনগণের চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এছাড়া হুমায়ন কবির চৌধুরী গংয়ের কতিপয় সন্ত্রাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে মানহানিকর লেখালেখির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে।
ভুক্তভোগী মাস্টার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, ‘আগা হুমায়ন চৌধুরী গংদের সাথে একটি ড্রেনেজ ব্যবস্থা নিয়ে আমাদের বিরোধ চলছে।
এরই জের ধরে তারা গত ৯ মার্চ আমাদের চলাচলের সড়কের উপর দিয়ে বাঁশ এবং মাটি ফেলে আমাদের পাঁচ পরিবারকে অবরুদ্ধ করে রাখে। এ বিষয়ে আমরা থানাসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ দায়ের করার পর পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে বেড়া ও মাটি সরানোর জন্য আগা হুমায়ন চৌধুরীর পরিবারকে নির্দেশ দিলেও তারা এখনও তা সরিয়ে নেয়নি। এতে করে আমরা মানবেতর জীবন-যাপন করছি’।
অভিযোগের ব্যাপারে আগা হুমায়ন কবির চৌধুরীর মুঠোফোনটি বন্ধ পেলেও ওই পরিবারের সদস্য আবির চৌধুরী বলেন, ‘আগা আমিনুল ইসলামদের বাড়ির পাশে সরকারি একটি খাল(ছড়া) দিয়ে আমাদের বাড়িসহ বিভিন্ন বাড়ির বর্ষা মৌসুমে পানি নিস্কাশনের জন্য ড্রেনেজ ছিল। সাম্প্রতিক সময়ে তারা মাটি দিয়ে ড্রেনটি ভরাট করে দেয়। আমরা তাই বাঁশ ও বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দিয়েছি। কারণ-জায়গাটি আমাদের পরিবারের’।

স্থানীয় ইউপি মেম্বার শাহেদ চৌধুরী বলেন, ‘ড্রেনেজ ব্যবস্থা নিয়ে দুই পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত কয়েকদিন আগে বাক বিতন্ডার জের ধরে আগা হুমায়ন বাঁশে বেড়া ও মাটি ফেলে সড়কটি বন্ধ করে দিয়েছে। যার কারণে জনভোগান্তি সৃষ্টি হয়েছে এবং একটি পরিবার অবরুদ্ধ রয়েছে’।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোঃ তাহের বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ড্রেনেজ ব্যবস্থা নিয়ে দুই পরিবারের সাথে বিরোধের জের ধরে আগা হুমায়ন কবির চৌধুরী গং সড়কটি বন্ধ করে দিয়েছে। উভয় পক্ষকে ডেকে বিষয়টি মিমাংশার জন্য স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব দেয়া হয়েছে’।

সর্বশেষ - উপজেলার খবর

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের কমিটি গঠন

গভীর ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে মরহুম ইমরান খানের কুলখানি অনুষ্ঠিত

দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের হাতে দলীয় নেতা লাঞ্ছিত

ফুল ও মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে নিজ বিদ্যালয়ে সংবর্ধিত একুশে পদকপ্রাপ্ত কবি কামাল চৌধুরী

চৌদ্দগ্রামে আ’লীগ নেতা বুলুর ওপর হামলা, গাড়ী ভাংচুর

বরুড়ায় জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

রূপসী বাংলা কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন

সৌদি আরবের আসীর প্রদেশে জমঈয়ত সভাপতির সফল সফর ও কমিটি গঠন

কুবির পাবলিক এডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের নতুন দায়িত্বে যারা

পরিবেশগত বিপর্যয় এড়াতে সকল যৌথ নদীর প্রবাহ প্রাপ্তি জরুরীঃ আইএফসি