চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে দিনমজুর জাকির হোসেন শীতল হত্যামামলায় এজাহার নামীয় ২ আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো; উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের মোঃ খোকনের ছেলে মোঃ নয়ন ও একই গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে মোঃ তারেক।
রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, মেষতলা গ্রামের নয়ন, তারেক, জাকির হোসেন, সালমান ও খোকন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় নানারকম অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। দিনমজুর জাকির হোসেন শীতল তাদের অপরাধমূলক কর্মকান্ডে বাধা দিয়ে আসছিল। গত শুক্রবার রাতে মুন্সিরহাট ডিগ্রি কলেজের পাশে নূর নবীর চা দোকানে গেলে পূর্ব বিরোধের জের ধরে অপরাধীরা তার উপর হামলা চালিয়ে শরীরের বিভিন্নস্থানে মারাত্মক জখম করে। এক পর্যায়ে জাকির হোসেন শীতল চিৎকার করতে করতে দৌড়ে পাশ^বর্তী শুভপুরে মাঈন উদ্দিন বাড়ির উঠানো গিয়ে লুটিয়ে পড়ে। এ সময় পানি পান করতে চাইলে পানি নিয়ে আসলে উপস্থিত লোকজন দেখেন, সে মারা গেছে।
খবর পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার ও ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। শনিবার নামাজে জানাযা শেষে জাকির হোসেন শীতলের লাশ কাদঘর গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় জাকির হোসেন শীতলের বড় ভাই দুলাল মিয়া বাদি হয়ে মেষতলা গ্রামের মেষতলা গ্রামের নয়ন, তারেক, জাকির হোসেন, সালমান ও খোকন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনের বিরুদ্ধে শনিবার হত্যা মামলা দায়ের করে।
রোববার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মেহেদী হাসান বলেন, ‘ভিকটিম জাকির হোসেন শীতলের ভাই দুলাল মিয়া বাদি হয়ে মামলা দায়ের করে। শনিবার রাতেই মামলার এজাহারনামীয় আসামী নয়ন ও তারেককে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রোববার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।