এইচ.এম.তামীম আহাম্মেদ:
কোর্স কারিকুলাম সংশোধন,চার বছরের একাডেমিক কোর্স রেখে এক বছরের ইন্টার্শীপ পুনঃবহাল, উচ্চ শিক্ষার ব্যবস্থা, শুন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃজনের দাবি জানিয়েছেন মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) এর শিক্ষার্থীরা ।
আজ ১৩ ই মার্চ সোমবার সকাল ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লা জেলা ম্যাটস ছাত্র সংসদের উদ্যাগে মানবন্ধনে অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম প্রণয়ন সংশোধনের দাবি করেন মেডিকেল এসিস্টেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা।
উক্ত মানববন্ধনে কুমিল্লার সরকারি বেসরকারি ম্যাটস শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা ম্যাটস ছাত্র সংসদের আহবায়ক শাওন চন্দ্র শীল, ম্যাটস ছাত্র সংসদে সদস্য সচিব মোঃ মেহেদী হাসান, মনির, জিয়া, সম্রাট,প্রত্যুষ,মোঃ নাজমুল হাসান, তামীম আহাম্মেদ, ফয়েজ সহ অনেকে।
তাছাড়াও উচ্চ শিক্ষার সুযোগ প্রদান, শূন্য পদে নিয়োগ ও নতুন পদ সৃজনের ব্যপারে ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা বিডিএমএ এর সভাপতি আবুল কালাম আজাদ এবং কুমিল্লা আইএইচটি এন্ড ম্যাটস এর শিক্ষক মোঃ আবদুল আউয়াল সরকার।