সৌরভ লোধ, বরুড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ
ভয়কে জয় করে এই শ্লোগানে সোমবার (৩১ অক্টোবর) সকালে বরুড়ার লক্ষীপুর ইউনিয়নের ৮২ং চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৫ জন শিক্ষার্থীকে টিকা (ভ্যাকসিন) দেওয়া হয়। করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সি শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হয়।
ভ্যাকসিন প্রদানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুদ্দিনসহ সহকারি শিক্ষকবৃন্দ ও বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্যকর্মীরা।
জানা গেছে, জন্মনিবন্ধন দিয়ে সুরক্ষা ওয়েব পোর্টাল ও এ্যাপের মাধ্যমে শিশুদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। নিবন্ধনের পর টিকা কার্ড প্রদর্শন করে নিকটস্থ স্কুল ভ্যাকসিন সেন্টার ও পরবর্তী সময়ে কমিউনিটি পর্যায়ে (স্কুলবহির্ভূত শিশু) নিকটস্থ কেন্দ্র থেকে টিকা নিতে পারবে।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, যারা আজকে করোনা ভ্যাকসিন নিতে পারেনি, তাদেরকে আমরা পরিবর্তী শিডিউলে অথবা অন্য স্কুলে টিকা কার্যক্রম শুরু হলে সেখানে টিকা দেওয়ার ব্যবস্থা করবো।