শাহরিয়ার ইমন জয়:
কুমিল্লা সদর দক্ষিণে ভোরের আলো যুব ফাউন্ডেশনের সহযোগী সংগঠন ভোরের আলো এগ্রো ফার্মের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর গ্রামে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও তবারুক বিতরণের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ বেষ্ট ক্যান্সার সোসাইটির প্রতিষ্ঠাতা ডাঃ খোরশেদ আলম।
কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগ নেতা এবং ২নং চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম লিটনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ২নং চৌয়ারা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোতাহের হোসেন,
সহ-সভাপতি আকবর কবির,তোফায়েল আহমেদ, সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক আতিক রুবেল, মোবারক হোসেন রুবেল,অর্থ সম্পাদক আবুল খায়ের, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোক্তার হোসেন জিসান, জাতীয় উদযাপন বিষয়ক সম্পাদক মাসুদ সেলিম, শ্রম ও যুব শক্তি বিষয়ক সম্পাদক আলাউদ্দিন দুলাল, সদস্য আবু নোমান মোহাম্মদ সায়েম, সোলায়মান পোদ্দার, সাব্বির আহমেদ শিব্বির সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।