সৌরভ লোধ (বরুড়া)কুমিল্লাঃ
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা’য় পিতার হত্যাকারী ঘাতক পূত্র কে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য গত ৭ ই আগষ্ট সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে বরুড়া উপজেলার চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামের জুলহাস মিয়া (৪০) পারিবারিক কলহের জেড়ে পূত্র রিমন আহমেদের ছুরিকাঘাতে আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ই আগষ্ট রাত সাড়ে বারটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজে মৃত্যু বরন করে জুলহাস মিয়া।
এ ব্যাপারে বরুড়া থানা সূত্রে যানা যায় জুলহাস মিয়ার ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে ১৪ই আগষ্ট বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, তারই ধারাবাহিকতায় গত ৩১ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদারের সার্বিক নির্দেশনায় এস আই আবদুল মজিদ রিমন আহমেদ(১৫ বছর ৭মাস) কে ঢাকার ডেমরা থেকে গ্রেফতার করে এবং ১লা সেপ্টেম্বর রিমন আহমেদ কে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।