নাঙ্গলকোটে জুতা পায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নৌবাহিনী সদস্যের শ্রদ্ধাঞ্জলি


abbas প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন /
নাঙ্গলকোটে জুতা পায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নৌবাহিনী সদস্যের শ্রদ্ধাঞ্জলি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে জুতা পায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চট্টগ্রামে কর্মরত নৌবাহিনী পেটি অফিসার উপজেলার দক্ষিণ শ্রীহাস্য গ্রামের ফকির বাড়ীর ফুল মিয়া ফকিরের বড় ছেলে সোলাইমান প্রকাশ নেভি সুলাইমান শ্রদ্ধাঞ্জলি জানাতে দেখা যায়।
এছাড়া নাঙ্গলকোট উপজেলা কৃষক লীগ সভাপতি হারুনুর রশিদ, আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলামসহ অসংখ্য নেতাকর্মী জুতা পায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এলাকায় সমালোচনার ঝড় সৃষ্টি করেছে।
মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জুতা পায়ে দিয়ে শ্রদ্ধা জানাতে দেখা যায় তাদের কে। এ ঘটনায় বঙ্গবন্ধু প্রেমীদের মাঝে সমালোচনার ঝড় উঠেছে।

এ বিষয়ে কৃষক লীগ সভাপতি হারুন দুঃখ প্রকাশ করে বলেন, আমার ভুল হয়েছে, আমি বিষয়টি খেয়াল করি নি।
আদ্রা উত্তর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর ছবি তো অনেক উপরে, আমরা তো নিচে জুতা পায়ে দিয়ে ছিলাম।
নৌবাহিনী পেটি অফিসার সোলাইমানকে মুঠোফোনে কল করে যোগাযোগ করা সম্ভব হয় নি।