নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের আমিন রোডস্থ কিনাই শো-রুমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজারস্থ আমিন রোডের পশ্চিম পাশ্বে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে সুপার শপে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কিনাই শো-রুমের প্রোপাইটর আবদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আলী আশরাফ দুলাল, হাজীগঞ্জ বড় মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রউফ, হানিফ খান, প্রফেসর লিয়াকত, ইঞ্জিনিয়ার নিশান রহমান ও হাজীগঞ্জ বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী বৃন্দ।
শো-রুমটি উদ্বোধনকালে প্রোপাইটর আবদুল হক বাজার ব্যবসায়ীদের কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
উল্লেখ্য, কিনাই শো-রুমে পাওয়া যাবে চাঁদপুরের রুপালি ইলিশ, খাঁটি মধু, ঘি, ঘানি ভাঙ্গা সরিষার তেল, খেজুর, সব ধরনের মশলা, বাদাম, বিদেশি কসমেটিক, বিভিন্ন ব্রেন্ডের কাপড় এবং
হাজীগঞ্জের মধ্যে কিনাই সুপার শপের পণ্য ফ্রী ডেলিভারি দেয়ার ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি।