পিএইচডি ডিগ্রি অর্জন করলেন চান্দিনার অধ্যাপক হেলাল উদ্দিন


admin2 প্রকাশের সময় : জানুয়ারী ৮, ২০২৫, ৮:০৫ পূর্বাহ্ন /
পিএইচডি ডিগ্রি অর্জন করলেন চান্দিনার অধ্যাপক হেলাল উদ্দিন

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

সম্প্রতি চায়নার সাউথওয়েস্ট জিয়াওটং বিশ্ব-বিদ্যালয় থেকে কর্পোরেট ফাইন্যান্সিং, কর্পোরেট গভর্নেন্স ও আর্নিংস মেনেজমেন্ট এর ওপর উচ্চতর গবেষণা ও পড়ালেখা সম্পন্ন করে কৃতিত্বের সঙ্গে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মোঃ হেলাল উদ্দিন।ড.হেলাল ছাত্রজীবনের শুরু থেকেই দক্ষতা এবং মেধার পরিচয় রেখে এসেছেন।
কুমিল্লার চান্দিনার দোল্লাই নবাবপুর ইউনিয়নের ভাগুরা পাড়া গ্রামে বেড়ে উঠা ড.হেলাল ভাগুরা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারী,গল্লাই আবেদা -নুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং কুমিল্লা ইবনে তাইমিয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ যাবৎ বেশ কিছু আন্তর্জাতিক জার্নালে আর্নিংস মেনেজমেন্ট -সংক্রান্ত বিষয়ে তার অনেক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
বর্তমানে ড. হেলাল ২০১২ সাল থেকে স্বনামধন্য প্রতিষ্ঠান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এ অধ্যাপনায় নিয়োজিত আছেন। তার পিতা মরহুম ক্বারী সিদ্দিকুর রহমান একজন সর্বজন শ্রদ্ধেয় সমাজ সেবক ছিলেন। ছেলের এই অনন্য অর্জনে তার মাতা ফাতেমা বেগম অত্যন্ত আনন্দিত এবং সকল আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে ছেলের জন্য দোয়া প্রার্থী।
ড. হেলাল উদ্দিন এর এই অর্জন আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন ভাগুরাপাড়া গ্রামের বাসিন্দারা ও শুভাকাঙ্খীগণ।
হেলাল উদ্দিন বলেন, ‘এই মুহূর্তে অনুভূতিটা আসলে মিশ্র। এত কঠিন একটি জার্নি ছিল, যারা এই জার্নির মধ্যদিয়ে এর আগে সময় ব্যয় করেছেন কেবল তারাই জানেন কতটা কষ্টের এই জার্নি। তবে পরম করুনাময়ের অসীম কৃপায় আমার গবেষণা শেষ করতে পেরেছি এবং সম্মান সূচক ডিগ্রি লাভ করেছি, একজন শিক্ষক হিসেবে আমার পথচলায় অনেক বড় একটি পালক যুক্ত হলো।
আমি সত্যিই খুব সৌভাগ্যবান যে অবশেষে এই ডক্টরেট ডিগ্রি অর্জন করতে পেরেছি।